বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডিএসসিসি’র কর্মকর্তাদের সাথে তাপসের আজ প্রথম বৈঠক মশা নিয়ে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ১২:০২ এএম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নেওয়ার পর সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আজ মঙ্গলবার মতবিনিময় সভা করবেন শেখ ফজলে নূর তাপস। ওই সভায় মশা নিধনের বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হবে।
গতকার সোমবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানিয়েছেন, আজ মঙ্গলবার মতিঝিলে বাংলার বাণী ভবনে ডিএসসিসির নবনির্বাচিত মেয়র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং মশা নিধনের বিষয়ে দিকনির্দেশনা দেবেন।
গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেন ফজলে নূর তাপস। ওই অনুষ্ঠানে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, মশা যেন মেয়র পদ কেড়ে না নেয়।
গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উত্তরে আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন, যিনি এর আগেও এ দায়িত্বে ছিলেন। দক্ষিণে মেয়র নির্বাচিত হন শেখ ফজলে নূর তাপস। ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রদের মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন