শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সরে দাঁড়ালেন ইরাকের মনোনীত প্রধানমন্ত্রী আলাউয়ি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ৯:৩৭ এএম

পার্লামেন্টের অনুমোদন না পেয়ে সরে দাঁড়ালেন ইরাকের মনোনিত প্রধানমন্ত্রী আলাউয়ি।তার অভিযোগ, দ্বিধাবিভক্ত পার্লামেন্ট সদস্যরা তার কাজে বাধা সৃষ্টি করে দেশের জন্য রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছেন। -আল জাজিরা
ইরাকের আইনপ্রণেতারা চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো মোহাম্মদ আলাউয়ির মন্ত্রীসভাকে অনুমোদন প্রদানে ব্যর্থ হন। গত মাসে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের প্রক্রিয়ায় পদত্যাগ করেন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি। তার স্থানে আলাউয়িকে মনোনয়ন দেন ইরাকের প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট বারহাম মাণিহে এর কাছে পাঠানো এক বিবৃতিতে আলাউয়ি বলেন, আমি দেশে রাজনৈতিক সমস্যা সমাধানে সব রকমের চেষ্টা করেছি। কিন্তু আলোচনা চলার সময়ে আমাকে বেশ কিছু দেশের স্বার্থবিরোধী প্রস্তাব দেয়া হয়েছে। এখন ১৫ দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হবে মাণিহকে। তিনি ইতোমধ্যেই এই বিষয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।
অক্টোবর থেকে চলমান রাজনৈতিক সংস্কারের দাবিতে চলা আন্দোলনে ইরাকে নিহত হয়েছেন ৫ শতাধিক ব্যক্তি। আহত হয়েছেন প্রায় ৩০ হাজার। অধিকার গোষ্ঠীগুলোর দাবি নিরাপত্তা বাহিনী আন্দোলন দমাতে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন