বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছাত্রলীগের দুই নেতা হত্যার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১:২৫ পিএম

ছাত্রলীগ নেতা রাকিব ও রাসেল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (০৩ মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চত্ত্বর থেকে মিছিলটি বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের পাদদেশে এসে সংক্ষিপ্ত সামাবেশে মিলিত হয়।

সমাবেশে শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মইনুল ইসলাম রাজন বলেন, ‘জামাত-শিবিরের তান্ডব থেমে নেই। তারা নোয়াখালিতে আবারও আমাদের ভাইকে হত্যা করেছে। খুলনায় সন্ত্রাসীরা আমাদের ভাইকে হত্যা করেছে। এভাবে চলতে পারেনা। ছাত্রলীগও এই দেশের নাগরিক। অতি দ্রুত রাকিব ও হাদীউজ্জামান রাসেলের হত্যার বিচার করতে হবে।’

তিনি বলেন, ‘ছাত্রলীগের যখন কেউ খুন হয় তখন সুশীল সমাজ চুপ থাকে। কিন্তু ছাত্রলীগই আবার যখন কোন খারাপ কাজ করে তখন তারা সবাই সেটা নিয়ে আলোচনা করতে থাকে। ছাত্রলীগ কোন অন্যায়ের প্রতিবাদ করলে তখন সেটাকে সন্ত্রাসী তকমা দেয়া হয়। তাই আমরা বলতে চাই এখন থেকে আর কোন প্রতিবাদ হবে না এবার হবে প্রতিরোদধ।’

এ সময় তিনি আরও বলেন, ‘পত্রিকার পাতা খুললেই দেখা যায় ছাত্রলীগের নেগেটিভ খবর। আমরা ছাত্রলীগের পজেটিভ দিকগুলোও পত্রিকার পাতায় দেখতে চাই।’

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, জহিরুল ইসলাম বাবু, বায়েজিদ রানা কলিংস ও আজিজুর রহমান লিলু, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হাসান, অভিষেক মন্ডল ও পঙ্কজ কুমার দাস, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আহসান হাবীব মিরাজ, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসাইন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন