বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

‘পুলিশ আমার ভাইকে পিটিয়ে হত্যা করেছে’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ১২:০২ এএম

নাঈম নামে দিল্লির এক মুসলিম যুবক দাবি করেছেন, তার নিরপরাধ ভাইকে পুলিশ পিটিয়ে হত্যা করেছে। ফাইজানকে পুলিশের পিটিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। খবর বিবিসির। মোবাইলে ধারণ করা ভাই ফাইজানকে দিল্লি পুলিশের পিটিয়ে হত্যার ভিডিওটি দেখিয়ে কান্নায় ভেঙে পড়েন নাঈম। তার দাবি, গত সপ্তাহে দিল্লিতে যা হয়েছে- তা দাঙ্গা ছিল না, প্রকৃতপক্ষে তা ছিল উগ্র হিন্দুত্ববাদীদের মুসলিম সংখ্যালঘুর ওপর পরিকল্পিত হত্যাকাÐ। এ হত্যাকাÐে হিন্দু মৌলবাদীদের সঙ্গে যোগ দেয় দিল্লি পুলিশও। দিল্লির ওই সংঘর্ষে নিহত ৪৬ জনের মধ্যে বেশিরভাগই মুসলমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকালে দিল্লিতে নাগরিকত্ববিরোধী আন্দোলনে হঠাৎ করে পুলিশকে সঙ্গে নিয়ে হিন্দু মৌলবাদী সংগঠন আরএসএসের সন্ত্রাসীরা মসজিদ ও মুসলিমদের ঘরবাড়িতে আগুন দেয়ার পাশাপাশি পিটিয়ে হত্যা করে আন্দোলনকারী অনেক মুসলিম যুবককে। ফাইজান হত্যার বিষয়ে দিল্লি পুলিশের বক্তব্য নেয়ার জন্য বহুবার চেষ্টা করা হলেও তারা কোনো জবাব দেয়নি। বিবিসি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন