বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পটুয়াখালীতে তুম্পা খুন

পটুয়াখালী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ১২:০১ এএম

গলাচিপার আলোচিত শিশু তুম্পা হত্যা মামলায় একমাত্র আসামি চাচা আতিকুল ইসলাম আকনকে (২৭) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল করিম এ রায় প্রদান করেন। রায় প্রদানকালে এজলাসে আসামি উপস্থিতি ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী কমল দত্ত জানায়, ২০১৩ সালের ২২ জুন রাত ৯টার দিকে গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার বাসিন্দা হুমায়ন কবিরের তিন বছরের শিশু কন্যা সানজিদা আক্তার তুম্পাকে অপহরণ করা হয়। অপহরণের এক দিনের মাথায় আসামি আতিকুল ইসলাম আকন পরিচয় গোপন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দেয়া হলেও অপহরণকারীরা তুম্পাকে ফেরত দেয়নি। ২৫ জুন অপহরণকারীদের তথ্যমতে তুম্পার লাশ উদ্ধার করা হয়। ২৭ জুন তুম্পার পিতা হুমায়ন কবির বাদী হয়ে গলাচিপা থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ বাদীর ফুফাতো ভাই দÐপ্রাপ্ত আতিকুল ইসলাম ও মনিরুল ইসলামকে আটক করে জেলে পাঠায়। ২১ জন স্বাক্ষীর মধ্য ১৩ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে গতকাল আদালত এ রায় প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন