বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভারতীয় প্ল্যাটফর্মে মিথিলার একাত্তর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ৪:৫৯ পিএম | আপডেট : ৫:০৫ পিএম, ৪ মার্চ, ২০২০

প্রথমবার কোনও ওয়েব সিরিজে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। নাম ‘একাত্তর’। ভারতীয় প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক ওয়েব সিরিজ ‘একাত্তর’।

এদিকে মুক্তিযুদ্ধ নিয়েও প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করল ভারতীয় কোনও প্রতিষ্ঠান।

তানিম নূরের পরিচালনায় ‘একাত্তর’র গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা মনোয়ার, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনসহ অনেকে।

নির্মাণ কর্তৃপক্ষ জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ এটি তাদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে। আগামী ৫ মার্চ রাজধানীর একটি মিলনায়তনে এর কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন পরিচালক ও প্রযোজক। আর ওইদিনই প্রকাশ হবে এর ট্রেলার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন