বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বীণকার মিউজিক্যাল সোসাইটির সঙ্গীত বিষয়ক প্রশিক্ষণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ১২:০২ এএম

বাংলাদেশে সম্ভাবনাময় সংগীত প্রতিভা খুঁজে বের করতে বীণকার মিউজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে সংগীত অডিশন শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য শাস্ত্রীয় গুরুদের যৌথ পরিচালনায় অডিশন শুরু হয়েছে। অডিশন নেন বাংলাদেশী শাস্ত্রীয় সংগীত গুরু পঙ্কজ বসু এবং ভারতের শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’র মেন্টর কল্যাণ ভট্টাচার্য। কল্যাণ ভট্টাচার্য বলেন, আমার বিশ্বাস বাংলাদেশের আনাচে-কানাচে লুকিয়ে আছে অনেক প্রতিভা। এদের খুঁজে বের করতে হবে। অনেক প্রতিভা শুধুমাত্র পরিপূর্ণ দিকনির্দেশনা ও পর্যাপ্ত অনুশীলনের অভাবে হারিয়ে যাচ্ছে। কমে যাচ্ছে সংগীত চর্চা। এমন পরিস্থিতিতে আমাদের সংগীত নিয়ে আরো ভাবা উচিত, জোর দেয়া উচিত। সংগীত বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বীণকার সোসাইটির নেয়া এই রকম আরো উদ্যোগ দরকার। পঙ্কজ বসু বলেন, প্রতিভা কাজে লাগাতে দরকার সঠিক দিকনির্দেশনা। একজন ভালে কোচ খেলোয়াড়দের দিকনির্দেশনা দেয়, বিভিন্ন কৌশল শিখিয়ে দেয়। ফলে তাদের দক্ষতার উন্নয়ন ঘটে। কিন্তু সংগীতকে নিয়ে সবাই এভাবে ভাবে না। ভালো সংগীত শিল্পী হয়ে টিকে থাকতে চাইলে শুধু প্রতিভা নয়, অনুশীলন ও দিকনির্দেশনা দরকার। বীণকার মিউজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের এই উদ্যোগের মাধ্যমে আশা করি, অনেক সংগীত প্রতিভা আমরা খুঁজে পাবো। যাদের পারফর্মিং আর্ট ও ভয়েজ ট্রেনিংসহ সংগীতের নানা বিষয়ে তালিম দিয়ে পরিপূর্ণ শিল্পী হিসেবে উপহার দিতে পারবো।ঢাকার অডিশনের পর ক্লাস শুরু হবে আগামী ৮ থেকে। অন্যদিকে ঢাকার বাইরে খুলনাতেও অডিশনের আয়োজন করা হয়েছে। খুলনায় ক্লাস শুরু হবে ১১ মার্চ বুধবার থেকে। প্রতিভাবন সম্ভাবনাময় কিছু শিক্ষার্থী বেছে নিয়ে পরবর্তীতে তাদের বিভিন্ন মেয়াদে সংগীতের উপর তালিম দেয়া হবে। তালিমের প্রথমভাগে বিশেষভাবে জোর দেয়া হবে ভয়েস ডেভেলপমেন্ট এবং পারফর্মিং আর্টের উপর। এছাড়া টেকনিক্যাল বিষয়ের মধ্যে থাকবে মাইক্রোফোনের ব্যবহার এবং শ্রোতাদের সাথে সংযোগ স্থাপনের দীক্ষা। বীণকার মিউজিক সোসাইটি অব বাংলাদেশ শাস্ত্রীয় সংগীত শেখার একটি প্ল্যাটফর্ম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন