শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মশা নিধন এখন বড় চ্যালেঞ্জ

সাংবাদিকদের আতিকুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এডিস মশার জন্ম কিন্তু অপরিষ্কার পানিতে নয়, পরিষ্কার পানিতে। তাই বাসাবাড়িতে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। এখন মশা নিধন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
গতকাল বুধবার দুপুরে রূপনগর আবাসিক এলাকায় ‘বিশেষ মশক নিধন ও জনসচেতনতামূলক’ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা করেন।

আতিকুল বলেন, কাউন্সিলরদের বলেছি, বাড়িঘর, শিক্ষা-প্রতিষ্ঠান, অফিস-আদালতে জনসচেতনতা বাড়াতে। এডিস মশা নিধন আমাদের চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। আমাদের জনবল থেকে শুরু করে মেশিনারিজ যা কিছু আছে গত বছর থেকে এবার আরো বাড়ানো হয়েছে।
তিনি বলেন, গত নির্বাচনের সময় আমরা রূপনগর আবাসিক এলাকায় এসেছিলাম, তখন দেখেছি রূপনগর খালটির কী দুরবস্থা। এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন জন্য আমরা দুইটি মেশিন এনেছি বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন