বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ডাঙ্কের খুনে ব্যাটিংয়েও তলানিতে লাহোর

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষোলতম ম্যাচে লাহোর কালান্দ্রার্সের কাছে হেরে তালিকার তিনে নেমে গেল কোয়েটা গ্লাডিয়েটর্স। গতপরশু রাতে গাদ্দাফি স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচটি ৩৭ রানে জিতে শীর্ষে উঠে গেছে লাহোর।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বেন ডাঙ্ক ও সমিত প্যাটেলের ঝড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৯ রান তোলে লাহোর। ১০টি ছক্কায় ৪৩ বলে ডাঙ্ক খেলেন বিধ্বংসী ৯৩ রানের ইনিংস। প্যাটেল ৪০ বলে করেন ৭১ রান। কোয়েটার ডানহাতি পেসার বেন কাটিং ৩৬ রানে নেন ২ উইকেট। জবাবে বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ বল পর্যন্ত খেলে ১৭২ রানে অলআউট হয়ে যায় কোয়েটা। কাটিং ২৭ বলে ৫৩ ও মোহাম্মদ নেওয়াজ ১৭ বলে ২৪ রান করেন। লাহোরের সালমান ইরশাদ ৩০ রানে ৪ এবং দিলবার হোসাইন ১১ রানে পান ২ উইকেট। লাহোর কালান্দ্রার্সের বেন ডাঙ্ক ম্যাচ সেরা নির্বাচিত হন।
ম্যাচ জিতলেও লাহোর পয়েন্ট টেবিলে সবার শেষেই রইল। চার ম্যাচে মাত্র এক জয়ে ২ পয়েন্ট পাওয়ায় তালিকার ষষ্ঠস্থানে জায়গা হলো তাদের। অন্যদিকে এই হারে তৃতীয়স্থানে নেমে গেল কোয়েটা গ্লাডিয়েটর্স। ছয় ম্যাচে তিনটি করে জয় ও হারে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন