তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে ফোনালাপকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় তুরস্কের পাশে আছে পাকিস্তান। মঙ্গলবার দুই নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এ সময় সিরিয়ায় তুর্কি সেনা নিহতের ঘটনায় এরদোগানের দুঃখ লাঘবে তাকে সান্ত্বনা দিয়ে ইমরান খান বলেন, পাকিস্তানের সাধারণ জনতাও তুরস্কের পাশে আছে। সিরিয়ায় তুর্কি বাহিনীর প্রচেষ্টা অবশ্যই সফল হবে।
ফোনালাপে ইমরান খান প্রেসিডেন্ট এরদোগানকে সমবেদনা জানান ও তার দেশকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তুরস্কে সিরিয়ার লাখো শরণার্থীকে জায়গা দেয়ার প্রশংসাও করেছেন তিনি। সূত্র : ডেইলি পাকিস্তান
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন