মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

বু ক ক র্ণা র

কবিতা সমগ্র

আশরাফ ফকির | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০৪ এএম

মানুষের মনোজগতের নিজস্ব কথা গুলোকে লেখনিতে তুলে এনেছেন কবি আশরাফ ফকির। তার ‘কবিতাসমগ্র’ বইটির রন্ধ্রে রন্ধ্রে পাওয়া যাবে মা, মাটি আর আল্লাহর প্রতি ভালোবাসার কথা। মানব জীবনের চলার পথের উত্থান পতনের প্রত্যেক মুহূর্তকে তিনি নিয়ে এসেছেন তার ‘কবিতাসমগ্র’ বইটিতে। কবি আশরাফ ফকিরের বেড়ে উঠা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোন্দিপুর গ্রামে। প্রকৃতিকে তিনি কাছে পেয়েছিলেন একদম নিজের মত করে । তার লেখায় পাওয়া যাবে প্রকৃতির নানা রূপ আর মাটির কথাকে নিয়ে এসেছেন আপন ভঙ্গিমায়। ‘কবিতাসমগ্র’ বইটিতে তিনি ১৯১ টি কবিতা লিখেছেন। উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে, নবির প্রেমে এলো দাওয়াত, কুয়াশার ফাঁদে ভ্রান্ত পথিক, বিজয় বার্তা, সন্ধ্যা মন, করুণার ভিখারী, বুলবুলির পুতুল বিয়ে, জাতির পিতা শেখ মুজিব ইত্যাদি। কবি আশরাফ ফকির ১৯৫০ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি পিতৃহারা হন। কর্মজীবনের শুরুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাকুরি গ্রহণ করেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন এবং সাহিত্যচর্চা করে সময় কাটাচ্ছেন।

তানজিলুর রহমান তুষার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন