হযরত খালেদের সাথী কারয ইবনে জাবের ফাহবি এবং খুনায়েস ইবনে খালেদ ইবনে রবিয়া শাহাদাত বরণ করেন। এরা দু’জন সেনাদল থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য রাস্তায় চলে গিয়েছিলেন। সেখানে তাদের হত্যা করা হয়। খান্দামায় হযরত খালেদ এবং তার সঙ্গীদের সাথে উচ্ছৃঙ্খল কোরায়শরা মুখোমুখি হলো।
আর রাহীতুল মাখতুম : আল্লামা সফিউর রহমান মোবারকপুরী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন