শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

একজনের ৭ বছরের কারাদণ্ড

কুড়িগ্রামে এসিড নিক্ষেপ মামলা

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২০, ১২:০২ এএম

কুড়িগ্রামে এসিড নিক্ষেপ মামলায় ১জনের ৭ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
বৃহস্পতিবার এসিড অপরাধ দমন ট্রাইবুনাল কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলম এর আদালত এ রায় দেয়। এসময় জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদনণ্ড প্রদান করে।
আদালত সুত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিচর গ্রামের মঞ্জু মিয়ার সাথে একই গ্রামের আমিনুল ইসলামের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মঞ্জু মিয়ার মা ময়জন বেওয়া (৫০) আত্মীয় বাড়ি থেকে ফেরার সময় আমিনুলের বাড়ির সামনে পৌঁছলে এসিড নিক্ষেপের শিকার হন। এ ঘটনায় মঞ্জু মিয়া বাদী হয়ে আমিনুলসহ তার সহযোগী শফিকুল ইসলাম ও আবুল হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করে। ১৩ জনের স্বাক্ষী শেষে বৃহস্পতিবার এ মামলার রায় প্রদান করে আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন