মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:০০ এএম

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পাঠক্রম বহির্ভ‚ত কার্যক্রমে গুরুত্ব প্রদান করতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন আগামী দিনের সফল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শিক্ষার্থীদের শারীরিক ভাবে সুস্থ করে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি অভিভাবকদেরকেও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হওয়ার দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশের শিক্ষার্থীদের সফল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আরো বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে যাতে তারা দৃঢ় মনোবল নিয়ে বেড়ে উঠতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, সুস্থতা রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ছাত্র-ছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক সত্যব্রত সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন. জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী কদর।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন