বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কৃষকের স্বার্থে পেঁয়াজ আমদানি বন্ধ হতে পারে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:০০ এএম

 কৃষকদের স্বার্থ বিবেচনা করে পেঁয়াজ আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয়ার ইঙ্গিত দিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে পেঁয়াজের যে ঘাটতি তা কৃষকরাই পূরণ করতে পারবেন। আর পেঁয়াজ চাষীদের স্বার্থ রক্ষা করা আমাদের নৌতিক দায়িত্ব। গত বৃহস্পতিবার সন্ধায় নগরীর পলোগ্রাউন্ডে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-সিআইটিএফ’র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে যারা পেঁয়াজ উৎপাদন করেন সেসব কৃষকের স্বার্থ রক্ষা যদি করতে পারি, আগামী বছরগুলোতে পেঁয়াজের যে ২৫ ভাগ ঘাটতি রয়েছে সেটা আমাদের কৃষকরাই মেটাতে পারবেন। আমরা সর্তক দৃষ্টি রাখছি, তারা যাতে ন্যায্য দাম থেকে বঞ্চিত না হন। এমন কোন কাজ আমরা করব না যাতে তাদের ক্ষতি হয়, প্রয়োজনে পেঁয়াজ আমদানি বন্ধ করা হবে। পেঁয়াজ নিয়ে যে সমস্যা ছিল, তা এখন নেই। দেশের পেঁয়াজের ফলনও বাজারে আসছে। তাতে দাম আরও কমবে বলেও জানান টিপু মুনশি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Wahidul ৮ মার্চ, ২০২০, ৯:০৩ পিএম says : 0
পেঁয়াজ আমদানি বন্ধ করাহোক
Total Reply(0)
Wahidul ৮ মার্চ, ২০২০, ৯:০৪ পিএম says : 0
পেঁয়াজ আমদানি বন্ধ করাহোক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন