শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের আচরণ অপছন্দ করেন অধিকাংশ মার্কিনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

এমনিতেই বিভিন্ন কারণে নিজের আচরণে বিশ্বে প্রায় সব সময় সমলোচিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার আচরণ সংক্রান্ত বিষয় নিয়ে পাওয়া গেল নতুন এক জনমত জরিপ। এই জনমত জরিপে পাওয়া গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাপ্তরিক আচরণকে দেশটির বেশিরভাগ জনগণ পছন্দ করেন না। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প বেশিরভাগ ইস্যু যেভাবে মোকাবেলা করেন তার সঙ্গেও দেশের জনগণ একমত নন। বৃহস্পতিবার পিউ রিসার্চ সেন্টার নামে এক জরিপ সংস্থা এ জরিপ চালিয়েছে। জরিপে দেখা যাচ্ছে, মাত্র শতকরা ১৫ ভাগ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের দাপ্তরিক আচরণ পছন্দ করেন বলে জানিয়েছেন। শতকরা ৫৩ ভাগ মানুষ বলেছেন, তারা ট্রাম্পের আচরণ পছন্দ করেন না। আর ৩০ ভাগ মানুষ ট্রাম্পের আচরণ সম্পর্কে মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন। দেশের সমস্যা মোকাবিলার ক্ষেত্রে ট্রাম্পের ভ‚মিকার প্রতি অনাস্থা জানিয়েছেন শতকরা ৫৮ ভাগ মানুষ। আর শতকরা ৪২ ভাগ মানুষ বলেছেন, তারা ট্রাম্পের ভূমিকা সমর্থন করেন। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন