শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নারী দিবসে ১১ জনের গান শুনো পৃথিবী শুনো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

শুনো পৃথিবী শুনো...এই শিরোনামে বিশ্ব নারী দিবস উপলক্ষে একটি ভিন্নধর্মী গান করেছেন সঙ্গীত পরিবারের সন্তান হুমায়রা বশির এবং রাজা বশির। এই দুজন কিংবদন্তী সঙ্গীতশিল্পী বশির আহমেদের পুত্র এবং কন্যা। গানটিতে মোট ১১ জনের কর্মসমন্বয় করা হয়েছে। গেয়েছেন দুই প্রজন্ম এবং বিভিন্ন ঘরানার ৮ নারী সঙ্গীতশিল্পী। আবিদা সুলতানা, ফরিদা পারভিন, অনিমা রায়, হুমায়রা বশির, মৌটুসী পার্থ, প্রিংয়কা গোপ, সুকন্যা মজুমদার, তিথি এবং নওরিন শরিফ শারলিন। গানের একটি অংশ আবৃত্তি করেছেন রুপা চক্রবর্তী এবং অধরা জাহান। আর গানের আরেকটি অংশে নৃত্য পরিবেশনা করেছেন মুনমুন মুস্তাফা। অধরা জাহানের লেখা এই গানের সুরারোপ করেছেন হুমায়রা বশির, সঙ্গীত পরিচালনা এবং ভিডিও গ্রাফী করেছেন রাজা বশির, সহযোগী পরিচালনায় সারগাম এবং রাজা রুনু। আজ এফডিসিতে গানটির প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে এই গান নিয়ে আলোচনায় অংশ নেবেন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, সঙ্গীত পরিচালক আজাদ রহমান, শেখ সাদী খান, গীতিকার রফিকুজ্জামান, শহীদুল্লাহ ফরায়জী এবং চলচ্চিত্র অভিনেত্রী কবরী সারোয়ার। গানটির নির্মাতা হুমায়রা বশির এবং রাজা বশির বলেছেন, ‘এই গানের মাধ্যমে আমরা সঙ্গীতের বিভিন্ন ঘরানা এবং দুই প্রজন্মেও মধ্যে একটি মেলবন্ধনের চেষ্টা করেছি। আশা করি, এটি সবমহলের সঙ্গীতপ্রিয় শ্রোতাদের মুগ্ধ করবে। তারা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়েছেন এই গানে অংশ নেয়া প্রত্যেক শিল্পী এবং কলা কুশলীকে। গানটি উৎসর্গ করা হয়েছে বশির আহমেদ এবং মিনা বশিরকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন