মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আমরা কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না: পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ৬:০৭ পিএম

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, অনুষ্ঠান করলে এখানে হাজার হাজার লোক আসবে। তাদের কারও করোনা থাকতে পারে। আমরা কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। পুরো বিষয়টি রিভিউ হচ্ছে। স্থগিতের প্রস্তাবও আছে। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। আপনারা ঘোষণা পেয়ে যাবেন।
আজ রোববার মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন সাংবাদিকদের এ কথা বলেন।
আগামী ১৭ই মার্চ শুরু হচ্ছে মুজিববর্ষমুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার প্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের যোগ দেয়ার কথা রয়েছে।
তবে করোনা ভাইরাস নিয়ে সারা দুনিয়াতেই উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধানরা তাদের নানা কর্মসূচি বাতিল করছেন। বাংলাদেশেও তিন জন করোনা রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ে রোববার দিনভর সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়। মুজিবশতবর্ষ উদযাপন জাতীয় কমিটিও উদ্ভুত পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Rayhan ৮ মার্চ, ২০২০, ৭:১৮ পিএম says : 0
এই ঘোষণাটার জন্যই অপেক্ষায় ছিলাম।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন