শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পরমাণু সমঝোতা বাতিল করে ট্রাম্প চরম ভুল করেছেন : হিলারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২০, ৩:১০ পিএম

ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি গতকাল (রোববার) মার্কিন নিউজ চ্যানেল সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি মস্তবড় ভুল পদক্ষেপ ছিল।

হিলারি বলেন, সংকীর্ণ মানসিকতা থেকে ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে আসার ফলে এখন ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্ব›দ্বী হিলারি দাবি করেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে।
হিলারি ক্লিন্টন ইরানের পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়ার সমালোচনা করলেও এমন সময় ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে যে দাবি করেছে তেহরান কঠোর ভাষায় সে দাবি প্রত্যাখ্যান করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন