বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাড়তি দামে মাস্ক বিক্রি করায় দুই ফার্মেসির জরিমানা

লক্ষ্মীপুরে প্রশাসনের তৎপরতা

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

নির্ধারিত মূল্যে মাস্ক বিক্রি না করায় লক্ষীপুরে দুইটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সন্ধ্যায় জেলা শহরের হাসপাতাল রোড এলাকার সার্জিক্যাল ফার্মেসি ও বিসমিল্লাহ সার্জিক্যাল মার্টকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন। আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন বলেন, অতিরিক্ত দামে মাস্ক বিক্রি করায় সার্জিক্যাল ফার্মেসিকে ১০ হাজার ও বিসমিল্লাহ সার্জিক্যাল মার্টকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলার কোথাও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে মাস্ক বিক্রি করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে একই সময় জেলা প্রশাসক কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মূলক জরুরি সভা করা হয়েছে।
সভায় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদেশ থেকে জেলার কেউ দেশে আসলেই সর্বপ্রথম সরকারি হাসপাতালগুলোতে যোগাযোগ করার আহ্বান জানান বক্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন