শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চেক ডিজঅনার মামলায় রসিক কাউন্সিলরের ছয় মাসের সাজা

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২০, ৬:৪৮ পিএম

চেক ডিজ অনার মামলায় রংপুর সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরকে ৬ মাসের সাজা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাওনাদারের ২ লক্ষ ৬০ হাজার টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে রংপুরের যুগ্ম জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক এফএম হাউসানুল হক এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি আবুল কালাম আজাদ।
মামলা সূত্রে জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহী ফুলু গত ২০১৬ সালে রংপুর নগরীর আশরতপুর চকবাজারের ব্যবসায়ী মমিনুল ইসলাম মমিনের কাছ থেকে ২ লক্ষ ৬০ হাজার টাকার ধার নেন। এর বিপরিতে কাউন্সিলর ফুলু ব্যবসায়ী মমিনকে ২০১৬ সালের ৩০ জুন ২ লক্ষ ৬০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। ব্যবাসায়ী মমিন ওই সালের ২৮ ডিসেম্বর ডাচ বাংলা ব্যাংক রংপুর শাখায় চেকটি জমা প্রদান করলে ব্যাংক কর্তৃপক্ষ হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ফেরৎ দেন। পরবর্তীতেও চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হলে ধারকৃত টাকা ফেরত চেয়ে মমিনুল ইসলাম মমিন ২০১৭ সালের ফেব্র“য়ারি মাসের ৭ তারিখে কোতয়ালী থানা আমলী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ ৩ বছর মামল বিচারাধীন থাকার পর আজ মঙ্গলবার দুপুরে মামলাটির রায় প্রদান করেন বিজ্ঞ আদালত। রায়ে কাউন্সিলর ফজলে এলাহী ফুলুর ছয় মাসের কারাদন্ড এবং বাদীর পাওনা ২ লক্ষ ৬০ হাজার টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়। বিচারের সময় আসামী ফজলে এলাহী ফুলু আদালতে উপস্থিত ছিলেন না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন