শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিক্ষিকার বিরুদ্ধে প্রতারণার মামলা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদাদাতা | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিক্ষিকার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জানা যায়, উপজেলার ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গত ৯ আগস্ট ২০১০ তারিখে কম্পিউটার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জনৈক নাজমুন্নাহার বেগম আবেদন করলে কমিটি ২৫ অক্টোবর ২০১০ তারিখে তাকে নিয়োগ দেন। গত ২০১২ সালে তিনি এমপিওভুক্ত হয়ে যথারীতিত চাকরি করাসহ সরকারি বেতন ভাতা উত্তোলন করছেন। এ অবস্থায় এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তি তার দাখিলকৃত শিক্ষকনিবন্ধন সনদ সঠিক নয় বলে দাবি করে মাধ্যমিক শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে বিভিন্নভাবে তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্তে শিক্ষক নাজমুন্নাহারের শিক্ষক নিবন্ধন সনদ ভুয়া বলে প্রমাণিত হয়। জাল ও ভুয়াসনদ প্রস্তত করে নাজমুন্নাহার সরকারি বিধি লংঘন ও অর্থ আতœসাত করায় শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে প্রধান শিক্ষক ফয়জার রহমান বাদি হয়ে গত ৮মার্চ নাজমুন্নাহারকে আসামি করে থানায় প্রতারণা মামলা করেন। থানা ওসি আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন