বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সিঙ্গাপুর যাচ্ছে না দুদক টিম আট জনের তালিকা ইন্টারপোলে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২০, ১২:০০ এএম

করোনা ভাইরাসের কারণে দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম সিঙ্গাপুর যেতে পারছে না। অর্থ আতœসাৎ করে সিঙ্গাপুর পালিয়ে গেছেন-এমন ব্যক্তিদের তথ্য সংগ্রহে সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রস্তুত ছিলো সংস্থাটির একটি প্রতিনিধি দল। এ বিষয়ে সরকারি আদেশও হয়ে আছে। কিন্তু সিঙ্গাপুরসহ বিশ্বব্যপি করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেয়ায় টিমটি আপাত: যেতে পারছে না। গতকাল মঙ্গলবাল এ কথা জানান সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুদক কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশ থেকে অর্থপাচার করে যারা বিদেশে অবস্থান করেছেন এমন ৮ জনের একটি তালিকা আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে দেয়া হয়েছে। ইন্টারপোলের কাছে ৭ থেকে ৮ জনের একটি তালিকা আমরা পাঠিয়েছি। আমাদের কাছে ৬০ থেকে ৭০ জনের একটা তালিকা রয়েছে। তালিকাটি ইতিমধ্যে ইন্টাররপোলে গেছে। তবে তাদের নাম আমি বলতে চাইছি না। নাম বললে হয়তে তারা স্থান পরিবর্তন করতে পারে। ইন্টারপোলের সহযোগিতা চেয়ে এভাবে গেছে, অন্যগুলোও যাবে। ইন্টারপোলের কাছে দুদক থেকে যাদের বিষয়ে তথ্য সরবরাহ করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, আমরা এসব তথ্য সংগ্রহ করি না। কে প্রভাবশালী, আর কে প্রভাবশালী নন, তা আমাদের দেখার কথা নয়। যারা অর্থ আত্মসাৎ করে সিঙ্গাপুরে অবস্থান করেছেন তাদের বিষয়ে ব্যাবস্থা নেয়ার অংশ হিসেবে দুদকের একটি দল সেই দেশে যাওয়ার কথা ছিল। এই বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, সিঙ্গাপুরে একটি দল পাঠানোর কথা ছিল। সেই অর্ডার আমাদের হয়ে আছে। টিমও রেডি ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সেখানে একটা সমস্যা হয়েছে। আমাদের তো সেফটিও দেখতে হবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন