বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পুতিন পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হচ্ছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ- ফেডারেশন কাউন্সিল প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের একটানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম করেছে। বুধবার রুশ সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে একটি সম্প‚রক বিল ওই পার্লামেন্টে পাস হয়েছে। ফেডারেশন কাউন্সিলের কয়েক ঘণ্টা আগে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ- ডুমায়ও সম্প‚রক বিলটি পাস হয়। চ‚ড়ান্তভাবে এটি আইনে পরিণত হলে প্রেসিডেন্ট পুতিন ২০২৪ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে টানা তৃতীয়বারের মতো প্রার্থী হতে পারবেন। রাশিয়ার সংবিধান অনুযায়ী এক ব্যক্তি একটানা তিনবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন না। রাশিয়ার সংবিধানে যেকোনো মৌলিক সংশোধনী আনার বিষয়টি পার্লামেন্টে পাস হওয়ার পর তা কার্যকর করতে দেশে গণভোট দিতে হয়। এই সম্প‚রক আইনের ব্যাপারে আগামী ২২ এপ্রিল রাশিয়ায় গণভোট অনুষ্ঠিত হবে। ২০২৪ সালে আরেকবার প্রেসিডেন্ট হতে পারলে পুতিন মোট পাঁচবার রাশিয়ার সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির আসনে বসতে পারবেন। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ২০০০ সাল থেকে দুই মেয়াদে চার বছর করে মোট আট বছর রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। এরপর সাংবিধানিক বাধ্যবাধকতা পালন করতে তিনি নিজের অনুগত রাজনীতিবিদ দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট প্রার্থী করে নিজে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। ২০১২ সালে মেদভেদেভের মেয়াদ শেষ হলে পুতিন আবার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এবার প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মেয়াদ চার বছরের জায়গায় ছয় বছর করা হয়। ২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষ হবে ভ্লাদিমির পুতিনের। এবার আর অনুগত কাউকে প্রেসিডেন্ট পদে নিয়োগ না দিয়ে পার্লামেন্টের মাধ্যমে নিজেই ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করলেন প্রেসিডেন্ট পুতিন। পার্সটুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন