জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিতব্য সিনেমার শুটিং পিছিয়ে দেয়া হয়েছে। ১৭ মার্চ থেকে এফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেখানে ব্যাপক আয়োজনে সেট নির্মাণ শুরু হয়। তবে করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় এ শুটিং পিছিয়ে দেয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে। সিনেমাটির কাস্টিং ডিরেক্টর বাহারউদ্দিন খেলন জানিয়েছেন, খুব শিগগিরই সিনেমাটির শুটিংয়ের তারিখ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। উল্লেখ্য, সিনেমাটিতে তরুণ বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক আরিফিন শুভকে। বেগম মুজিবের চরিত্রে দিঘি ও নুসরাত ইমরোজ তিশা অভিনয় করবেন। শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয় করবেন। এছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে তৌকীর আহমেদ, তাজউদ্দীন আহমদের চরিত্রে চিত্রনায়ক ফেরদৌস, খন্দকার মোস্তাক চরিত্রে ফজলুর রহমান বাবু, শেখ কামাল চরিত্রে রওনক হাসান, আইয়ুব খানের চরিত্রে মিশা সওদাগর, তোফাজ্জল হোসেন (মানিক মিয়া) চরিত্রে তুষার খান অভিনয় করবেন। সিনেমাটি পরিচালনা করবেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এর চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন