বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দ. কোরিয়াতেও নতুন রোগীর চেয়ে সুস্থতার হার বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বর্তমানে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশ দক্ষিণ কোরিয়া। সেখানে প্রায় আট হাজার মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে, গত তিন সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার প্রথমবারের মতো নতুন রোগীর চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেশি দাঁড়িয়েছে।

শুক্রবার প্রকাশিত তথ্যে দেখা যায়, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় নতুন করে ১১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। বিপরীতে, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ১৭৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট ৭ হাজার ৯৭৯ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, মারা গেছেন ৭১ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছেন পাঁচজন। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছে, দেশটিতে করোনা সংক্রমণের কেন্দ্রবিন্দু ডেগু শহর ও নিকটবর্তী উত্তর জিয়ংসাং প্রদেশে নাটকীয়ভাবে করোনা সংক্রমণের হার কমে গেছে। এ দুই অঞ্চলেই দেশটির প্রায় ৯০ শতাংশ করোনা রোগী রয়েছেন। গত ২১ ফেব্রুয়ারির পর থেকে দক্ষিণ কোরিয়ায় প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ছিল বৃহস্পতিবারই। বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ভাইরাসের উৎসস্থল চীনে। দেশটিতে এ পর্যন্ত ৮০ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৩ হাজার ১৭৭ জন। এরপর ইতালিতে আক্রান্ত ১৫ হাজার ১১৩, মৃত্যু ১ হাজার ১৬ জন এবং ইরানে আক্রান্ত ১০ হাজার ৭৫ ও মৃত্যু ৪২৯ জনের। সূত্র : সিএনএ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন