শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিচারক মুক্তি দিলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০২ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক গোয়েন্দা বিশ্লেষক চেলসি ম্যানিংকে তাৎক্ষনিকভাবে কারাগার থেকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। উইকিলিকসের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় গত বছরের মে মাস থেকে ভার্জিনিয়ায় তাকে কারাবন্দী করে রাখা হয়েছে।
গতকাল শুক্রবার ভার্জিনিয়ার একটি কেন্দ্রীয় জেলা আদালতে তার হাজির হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার আদালতের বিচারক অ্যান্থনি জে ত্রেঙ্গা এক রায়ে জানান, ম্যানিংয়ের সাক্ষ্য দেয়ার প্রয়োজন নেই আর।
ম্যানিংয়ের আইনজীবীরা জানান, গত বুধবার আত্মহত্যার চেষ্টা করেন ম্যানিং। পরে তাকে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পরই তার মুক্তির আদেশ দিলেন আদালত।
২০১০ সালে উইকিলিকসের কাছে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার গোপন সামরিক ও কূটনৈতিক তথ্য ফাঁস করেন ম্যানিং। ২০১৩ সালে রাষ্ট্রদ্রোহসহ বেশ কয়েকটি অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তাকে ৩৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছিল। কিন্তু ২০১৭ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার শাস্তি মাফ করে দেন।
পরবর্তীতে গত বছর উইকিলিকস ও সংস্থাটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় তাকে ফের কারাদন্ড দেয়া হয়। একইসঙ্গে তদন্তে অসহযোগিতার দায়ে আড়াই লাখ ডলার জরিমানা করা হয়। তার আইনজীবীরা এই জরিমানা মওকুফ করে দেয়ার আবেদন জানিয়েছেন। কিন্তু আদালত তাদের আবেদন প্রত্যাখ্যান করেছেন। সূত্র : বিবিসি নিউজ/ দ্য নিউ ইয়র্ক টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন