বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার করোনার টেস্ট করাবেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১২:০৫ পিএম

শগগিরি করোনার মেডিক্যাল পরীক্ষা করাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
৭৩ বছর বয়সী ট্রাম্প প্রথমে করোনা টেস্টের বিপক্ষে থাকলেও পরে মেডিক্যাল পরীক্ষা করার পক্ষে সম্মতি জানিয়েছেন। সাংবাদিকদের সাথে কথপোকথনকালে ট্রাম্প প্রথমে বলেন, প্রয়োজন ছাড়া টেস্ট করার কোন দরকার নেই। করোনার কোন ধরণের লক্ষণ ছাড়া টেস্ট করা উচিত নয় বলে মনে করেন তিনি।
তবে এক পর্যায়ে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে করোনার টেস্ট করাতে রাজি হয়েছেন তিনি। নিজের মনের সান্তনার জন্য খুব শিগগিরি সময় বের করে করোনা টেস্ট করবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে করোনায় আক্রান্ত একজনের সংস্পর্শে ছিলেন এমন কোন কারণে তিনি টেস্ট করাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো ও তার একজন সহকারীর সাথে সাক্ষাত করেন ট্রাম্প। এ থেকেই করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রবল হয়েছে ট্রাম্পের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন