শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রৌমারী সীমান্ত বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০০ এএম

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৫৬ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আটক গরু পাচারকারি ইসমাইল হোসেন ওরফে কালু (৩২) দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে। খেতারচর সীমান্তের ১০৫৬ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছ দিয়ে ১২/১৫জন বাংলাদেশি গরু পারাপারকারি ভারতীর কাঁটাতারের উপর দিয়ে গরু পারাপার করে আসছিল। এসময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদের ধাওয়া করে। এসময় তাদেরকে বিএসএফ ধাওয়া দিলে পাচারকারিরা পালিয়ে আসতে সক্ষম হলেও ইসমাইল বিএসএফর কাছে আটক হয়। জামালপুর ব্যাটালিয়ন ৩৫-বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ জানান, এ ব্যাপারে বিএসএফ কোনো সারা দেননি। আমরা খোঁজ খবর নিচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন