বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আরএসএস প্রধানকে ওলামা কাউন্সিলের প্রশ্ন

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে ওলামা কাউন্সিল ৬ দফা প্রশ্ন করেছে এবং তার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে। সারা ভারত সুন্নী ওলামা কাউন্সিলের পক্ষ থেকে মোহন ভাগবতের কাছে দেশপ্রেম, জাতীয়তাবাদ, হিন্দু রাষ্ট্র ইত্যাদি নিয়ে ৬টি প্রশ্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশ, অল ইন্ডিয়া সুন্নী ওলামা কাউন্সিল-এর সদস্য হাজী মুহাম্মদ সালিস গত সোমবার কানপুরে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এ সময় আরএসএস কর্মকর্তারা তাদের ভেতরে প্রবেশ করতে দেননি, যদিও তাদের দেয়া ৬টি প্রশ্ন সম্বলিত এক চিঠিকে গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, ওলামা কাউন্সিলের সদস্য হাজী মুহাম্মদ সালিস আগেও আরএসএসের সংখ্যালঘু শাখার প্রধান ইন্দ্রেশ কুমারের কাছেও কয়েক দফা প্রশ্নের জবাব চেয়েছিলেন। যদিও তার উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবার ৬ দফা প্রশ্ন ফের আরএসএসের বৈঠকে পাঠানো হয়েছে। হাজী মুহাম্মদ সালিসের আশা এবার হয়ত তাদের প্রশ্নের জবাব মিলতে পারে। ওলামা কাউন্সিলের প্রশ্ন- আরএসএস কী ভারতকে ‘হিন্দুরাষ্ট্র’ তৈরি করতে চায়? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তা কি হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী চলবে? ধর্ম পরিবর্তন নিয়ে আরএসএসের নীতি কি? মুসলিমদের কাছ থেকে আরএসএস কি ধরণের দেশপ্রেম চায়? আরএসএস ইসলাম সম্পর্কে কী জানে এবং কী বোঝে? ইসলামের কাছ থেকে আরএসএস কী চায়? আরএসএসের প্রান্ত প্রচারকদের বার্ষিক বৈঠকে অংশ নেয়ার জন্য সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, ভাইয়া জি জোশিসহ ৪১ প্রান্ত প্রচারক কানপুরে এসেছেন। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন