শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দিল্লিতে জাতিগত বিদ্বেষে মণিপুরী আন্দোলনকর্মী

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে আবারো জাতিগত বিদ্বেষের শিকার হয়েছেন একজন মণিপুরী নারী। এবারকার ঘটনাস্থলও দিল্লি। সিউলে যাওয়ার সময় মণিপুরের সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত একজন নারীকে দিল্লি বিমানবন্দরে শুনতে হয়, আপনি পাক্কা ভারতীয় তো? খোদ বিমানবন্দরের একজন সরকারি কর্মকর্তা তার উদ্দেশে এই মন্তব্য করেন। এ ঘটনায় ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সিউলে গ্লোবাল উইমেনস কনফারেন্সে যোগ দেয়ার জন্য গত রোববার দিল্লি বিমানবন্দরে পৌঁছেন মনিকা খানগেমবাম। অভিযোগ, সেখানে অভিবাসন দপ্তরে যখন তিনি তার পাসপোর্টটি উল্লিখিত কর্মকর্তার হাতে দেন, তখন ওই কর্মকর্তা তাকে কটাক্ষ করে বলেন, ভারতীয় বলে তো মনে হচ্ছে না! এখানেই শেষ নয়। মনিকাকে ভারতের রাজ্যের সংখ্যাও জিজ্ঞেস করা হয়। ইনডিয়া টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন