শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চসিকের উদ্যোগে বুধবার থেকে টিকাদান ক্যাম্পেইন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় আগামী বুধবার থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। তবে চসিক নির্বাচনের কারণে ২৯ মার্চ এ ক্যাম্পেইন স্থগিত থাকবে। তাই ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল টিকাদান ক্যাম্পেইন শেষ হবে চসিক এলাকায়।
গতকাল চসিক জেনারেল হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। বুধবার সকাল ৯টায় নগরীর সদরঘাট কালীবাড়ি এলাকার মেমন মাতৃসদন হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সংবাদ সম্মেলনে ডা. সেলিম আকতার বলেন, ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী ৭ লাখ ৫২ হাজার শিশুকে এক ডোজ হাম-রুবেলা (এমআর) টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগে হাম বা এমআর টিকা পেয়ে থাকলেও কিংবা হাম-রুবেলা হলেও নির্দিষ্ট বয়সের সব শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে।
হাম-রুবেলা একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ উল্লেখ করে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, হাম রোগ সাধারণত একজন আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি বা কাশির মাধ্যমে ছড়ায়। শিশু ছাড়াও যেকোনো বয়সে হাম হতে পারে। অন্যদিকে রুবেলা রোগের জীবাণু প্রধানত বাতাসের সাহায্যে শ্বাসতন্ত্রের মাধ্যমে সুস্থ শরীরে প্রবেশ করে এবং রুবেলা রোগের লক্ষণ দেখা দেয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চসিকের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, ডা. মোহাম্মদ আলী, ডা. সুশান্ত বড়ুয়া প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন