বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পণ্য সঙ্কটে ব্রিটেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২০, ১২:০০ এএম


ব্রিটেনেও ভয়াবহ রূপ ধারণ করছে করোনা। একদিনেই অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেছেন ২১ জন। এদিকে, অজানা অনিশ্চয়তায়, ব্রিটেনের সব সুপারস্টোর ও দোকানে ভিড় করছেন ক্রেতারা। এতে দেখা দিয়েছে ভয়াবহ পণ্য সংকট। আজ সোমবার থেকে ব্রিটেন ও আমেরিকার মধ্যে সব ধরনের বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রশাসন। অন্যদিকে দেশটিতে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যা। তাই, উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও। করোনা ভাইরাসের কারণে ইতালীর মতো ব্রিটেনও যদি অবরুদ্ধ হয়ে পড়ে সে ভয়ে সবাই নিত্য প্রয়োজনীয় খাবার ও সামগ্রী সংগ্রহ করে রাখছেন। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে ব্রিটেনের সব কটি সুপারস্টোরে। আগে এসব শেলফগুলোতে খাদ্যসহ বিভিন্ন পণ্যসামগ্রী সাজানো থাকতো, তা এখন ফাঁকা। ক্রেতারা কিনতে আসলেও হতাশ হয়ে ফিরতে হচ্ছে। বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন