শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মুজিব শতবর্ষে চ্যানেল আইয়ের আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্্যাপন এবং মুজিববর্ষ উপলক্ষে চ্যানেল আই স্বাধীনতার মাস মার্চজুড়ে প্রচার করছে বিভিন্ন অনুষ্ঠানের। এর মধ্যে একটি অনুষ্ঠান ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’। এ অনুষ্ঠানের প্রথম পর্বে অংশ নিয়েছেন মোস্তফা মনোয়ার। অনুষ্ঠানটির সম্প্রচার উপলক্ষে চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে এর বিস্তারিত তুলে ধরেন অনুষ্ঠানটির উপস্থাপক নাসির উদ্দিন ইউসুফ। তিনি বলেন ‘বঙ্গবন্ধুর জীবদ্দশায় তার রাজনৈতিক সঙ্গীদের মধ্যে জীবিত কিংবদন্তীদের কাছ থেকে মুজিব সম্পর্কে স্মৃতিচারণ, ওই সময়ের প্রেক্ষাপট এবং তাঁর পারিবারিক বিষয় নিয়ে এই প্রজন্মের জন্য তুলে ধরা হবে মৃত্যুঞ্জয়ী মুজিব অনুষ্ঠানে।’ এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এবং চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনাও করেছেন নাসির উদ্দিন ইউসুফ। পরিচালনা করেছেন জামাল রেজা। প্রচার হবে ১৭ মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে। এছাড়া ১৭ মার্চ সকাল ৭.৩০ মিনিটে রয়েছে নিয়মিত আয়োজন গান দিয়ে শুরু’র বিশেষ পর্বে বঙ্গবন্ধুকে নিবেদিত গান। সকাল ৯.৩৫ মিনিটে প্রচার হবে স্বরচিত কবিতা পাঠের আসর বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা। ১১:০৫ মিনিটে প্রচার হবে জেলা প্রশাসন খুলনার অয়োজনে চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের ব্যবস্থাপনায় বিশেষ অনুষ্ঠান শিশু বঙ্গবন্ধু কন্ঠে কালজয়ী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। বেলা ২.৩০ মিনিটে প্রচার হবে ঐক্য নিবেদিত পাঠক সমাবেশ-এর আয়োজনে বঙ্গবন্ধু বিষয়ক ১টি করে বই পরিচিতি। রাত ৯.৪০ মিনিটে দেখানো হবে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ প্রতিবেদন মাটি ও মানুষের মহান নেতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন