নগরীর টাইগারপাস চসিকের অস্থায়ী কার্যালয় এলাকায় গতকাল (সোমবার) দেশের সর্ববহৎ বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাটির অনুকৃতি উন্মোচন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় মেয়র বলেন, মুজিববর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের সাথে পরিচিত, স্মরণীয় করে রাখা এবং বঙ্গবন্ধুর ত্যাগের ইতিহাস, ৭ মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নতুন প্রজন্মের নাগরিকদের মাঝে ছড়িয়ে দিতে এ ভাস্কর্য স্থাপন করা হচ্ছে।
এ ভাস্কর্য তৈরি, সৌন্দর্যবর্ধন ও আনুষাঙ্গিক কাজের জন্য ব্যয় হচ্ছে ৮৭ লাখ ৭০ হাজার টাকা। এ সময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমেদ, চবি চারুকলা ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক আতিকুল ইসলাম, আর্টিস্ট কনসালটেন্ট শায়লা শারমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন