বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দেশের সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে দেশের সব সিনেমা হল আজ থেকে ২ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। হল মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। হল মালিকদের নেতা মিয়া আলাউদ্দিন বলেন, আমাদের অনেক হল মালিক নিজ উদ্যোগে হল বন্ধ রেখেছেন। অনেকে সমিতির সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। সমিতি সর্বসম্মতিক্রমে হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আগে মানুষের জীবনের নিরাপত্তা, তারপর বিনোদন। এ বিষয়টি বিবেচনা করে হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, দেশের এ পরিস্থিতে সিনেমা হলগুলোতে দর্শক এমনিতে আসছে না। তাছাড়া এ ভাইরাস সংক্রামক। তাই আপাতত ২ এপ্রিল পর্যন্ত সিনেমা হল বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি বলেন, যেহেতু সরকার স্কুল, কলেজ সব বন্ধ করে দিয়েছে তাই আমাদের হল খোলা রেখে লাভ নেই। আর জীবনের চেয়ে বড় তো কিছু নেই। স্টার সিনেেেপ্লক্সের সিনিয়র মার্কেটিং কর্মকর্তা মেউবাহ উদ্দিন আহমেদ বলেন, যদি সরকারের তরফ থেকে রাখতে বলা হয়, তাহলে অবশ্যই আমরা মানব। কারণ সবার আগে মানুষের জীবন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন