শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লালপুরে প্রথম করোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনে ২ জন!

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ৮:২২ পিএম

নাটোরের লালপুরে এবার করোনা সন্দেহে দুবাই ও ইন্ডিয়া ফেরৎ ২ জনকে (হোম কোয়ারেন্টাইনে) পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । স্বাস্থ্য কমপ্লেক্স বিভাগ আরো জানিয়েছেন, তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করা না হলেও স্থানীয়দের সংস্পর্শে আসতে নিষেধ করা হয়েছে।
এরা হলেন, উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের মন্ডলপাড়ার এরশাদ আলীর ছেলে শুকুর আলী (দুবাই ফেরৎ) ও সালামপুর এলাকার ধরবিল গ্রামের তাহাজত আলীর ছেলে রবিউল আওয়াল হাসান (ইন্ডিয়া ফেরৎ)।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করে ইনকিলাব কে বলেন, ‘এই প্রথম বিদেশ ফেরৎ দুইজনকে করোনা ভাইরাস সন্দেহে ( হোম কোয়ারেন্টাইনে ) নিজ বাড়ীতেই রাখা হয়েছে। তারা বিদেশ থেকে আশার পরেই জ্বর, কাশি ও স্বরদীর মতো লক্ষন রয়েছে।
তিনি আরো জানান, বিদেশ থেকে কেউ দেশে আসলে তাকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখার বিধান রয়েছে জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে। তবে তাদের শরীরে করোনা ভাইরাস রয়েছে কিনা তা পরীক্ষা করা হয়নি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
নাহারুল ইসলাম ১৭ মার্চ, ২০২০, ১১:০৮ পিএম says : 0
পরিক্ষা করার প্রয়োজন ছিল
Total Reply(0)
রিপন ১৮ মার্চ, ২০২০, ৭:৩৯ এএম says : 0
পরীক্ষা করার দরকার ছিলো।
Total Reply(0)
Md Aminul islam shawon ১৮ মার্চ, ২০২০, ৯:৪৭ এএম says : 0
এইটা পরীক্ষা করার উপাই কি?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন