বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

করোনায় আক্রান্ত আরো চার বাস্কেটবল তারকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৪:৪০ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্ক দিন দিন বেড়েই চলেছে। এই ভাইরাসের প্রভাবে ইতোমধ্যে স্থগিত হয়েছে বাংলাদেশসহ বিশ্বের সব নামী ক্রীড়া আসরের খেলা। কিন্তু খেলা বন্ধ হলেও রেহাই পাননি খেলোয়াড়রা।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা হওয়ার জন্য আগেই স্থগিত হয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত এনবিএ বাস্কেটবল টুর্নামেন্ট। অবশ্য এর আগেই এই ভাইরাসে আক্রান্ত হন ইউটাহ জাজ বাস্কেটবল দলের তারকা খেলোয়াড় রুডি গোবার্ট। পরে করোনাভাইরাস বা কোভিড-১৯ পজিটিভ চিহ্নিত হন একই দলের আরেক খেলোয়াড় ডোনোভান মিচেল। এবার ইউটাহ জাজের এ দুই খেলোয়াড়ের নামের পাশে যুক্ত হলো এনবিএ’র আরেক দল ব্রুবলিন নেটসের চার খেলোয়াড়ের নাম। ক্লাবটির পক্ষ থেকে মঙ্গলবার রাতে নিশ্চিত করা হয়েছে তাদের চার খেলোয়াড়ের করোনাভাইরাসে আক্রান্তের খবর। তবে ব্রুবলিন নেটস সেই চার খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি। ক্লাবটি কিছু না বললেও, আক্রান্ত চারজনের একজন কেভিন ডুরান্ট নিজেই স্বীকার করেছেন যে, তিনি করোনা আক্রান্ত। সবাইকে নিরাপদ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সবাই সতর্ক থাকুন, নিজের যত্ন নিন এবং কোয়ারেন্টাইনড থাকুন। অবশ্যই আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসবো।’


বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি সান ফ্রান্সিসকো থেকে ফেরার পরই আক্রান্ত চার বাস্কেটবল খেলোয়াড়ের শরীরে উপসর্গ দেখা দেয়। যা মঙ্গলবার করোনাভাইরাস হিসেবে নিশ্চিত করা হয়। করোনা পরীক্ষা করা জন্য দলের পক্ষ থেকে বেসরকারি এক মেডিকেল টিম ভাড়া করা হয়েছিল। পরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে ব্রুবলিন নেটসের

পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। যেখানে বলা হয়েছে, ‘আমরা এখন খোঁজ নেয়ার চেষ্টা করছি যে, আক্রান্ত খেলোয়াড়দের সংস্পর্শে আমাদের দলে কারা এসেছিল। একইসঙ্গে সাম্প্রতিক প্রতিপক্ষ দলগুলোর ব্যাপারেও খোঁজ নিচ্ছি। প্রশাসন এবং স্বাস্থ্যসংস্থার সঙ্গে এ নিয়ে কাজ করছি আমরা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন