বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মতিউর রহমান চৌধুরীর আগাম জামিন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৫:৪৭ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘দৈনিক মানবজমিন’র প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি মো. রিয়াজউদ্দিন খানের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এ জামিন দেন। অন্তর্বর্তীকালীন এ জামিনের মেয়াদ চার সপ্তাহ। এর মধ্যে মতিউর রহমান চৌধুরীকে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে আত্নসমর্পণ করতে বলা হয়েছে। এর সময়ের মধ্যে তাকে কোনোভাবে হয়রানি করা যাবে না। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়–য়া।

এর আগে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া গ্রেফতারের পর ‘পাপিয়ার মুখে আমলা-এমপি ব্যবসায়ীসহ ৩০ জনের নাম’ শিরনামে একটি প্রতিবেদন প্রকাশ করে মানব জমিন। এ পরিপ্রেক্ষিতে ‘মিথ্যা সংবাদ প্রকাশ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার’ অভিযোগ এনে আওয়ামীলীগের এমপি সাইফুজ্জামান শিখর মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন। গত ৯মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি এ মামলা করেন। মামলায় মতিউর রহমানের পাশাপাশি মানবজমিনের প্রতিবেদক আল আমীনকেও আসামি করা হয়। আসামিদের একজন ‘দৈনিক পক্ষকাল’ সম্পাদক শফিকুল ইসলাম কাজল। মামলা দায়েরের পরদিন থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন