শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার করোনায় আক্রান্ত জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৭:০৩ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী ফ্রেডরিক মার্জ । তার মুখপাত্র সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। মার্জ নিজেও এক টুইট বার্তায় তার করোনার ফলাফল পজেটিভ আসার বিষয়টি উল্লেখ করেছেন। তবে তার করোনায় আক্রান্তের লক্ষণ খুব গুরুতর নয়। হালকা থেকে মাঝারি লক্ষণ দেখা দিয়েছে তার শরীরে।

জার্মানিতে নতুন করে ২ হাজার ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ৯ হাজার ৩৬৭। অপরদিকে দেশটিতে নতুন করে মারা গেছে আরও ৯ জন। অর্থাৎ এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৬। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন।
বিশ্বের ১৬৫টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে ১ লাখ ৯৮ হাজার ৪শ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৭ হাজার ৯৮২ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৭৬৩ জন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন