শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাসদের অভিযোগ-বরিশালে করোনা প্রতিরোধের কোন উদ্যোগ নেই

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ৭:৩৪ পিএম

বরিশালে করোনা প্রতিরোধে প্রশাসনের দৃশ্যমান কোন উদ্যোগ নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বুধবার দুপুরে দলটির উদ্যোগে নগরীর ফকির বাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশালের বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

ডা. মনীষা বলেন, বরিশালে প্রশাসন, সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের করোনা প্রতিরোধে চোখে পড়ার মতো কোন উদ্যোগ নেই। পরিচ্ছন্নতা করোনা প্রতিরোধের প্রধান নিয়ামক হলেও এ বিষয়ে কোন ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না। জনসচেতনতা তৈরীতে জনপ্রতিনিধিদের কোন উদ্যোগ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। এছাড়া বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস সনাক্তের ব্যবস্থা গ্রহন ও অচল আইসিইউ চালু সহ চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে বাসদ করোনা চিকিৎসা সহ যে কোন পরামর্শের জন্য হটলাইন চালুর ঘোষণা দেন তিনি। এছাড়া নগরীর ঘনবসতিপূর্ণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম গ্রহন করার কথা বলেন ডা. মনীষা চক্রবর্তী। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন বক্তব্যরাখেন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন