বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পকে নিজের চরকায় তেল দেয়ার আহ্বান বেইজিংয়ের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২০, ১০:০৮ পিএম

করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনের ব্যর্থতা এবং ইরানকেও দায়ী করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার প্রেক্ষিতে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুহান প্রেসিডেন্ট ট্রাম্পকে চীনের ওপর কোনো মন্তব্য না করে, নিজের চরকায় তেল দেয়ার কথা বলেন। -ইয়ন, প্রেসটিভি, পারসটুডে
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসকে ‘ফরেন ভাইরাস’, ‘উহান ভাইরাস’ ও ‘চাইনিজ ভাইরাস’ বলে অভিহিত করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ইরানে সব ধরনের ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রবেশের পথ রোধ করে দেয়া সত্ত্বেও সংবাদ সম্মেলনে পম্পেও দাবি করেন, করোনাভাইরাস মোকাবিলায় তেহরানকে সহযোগিতা করতে ওয়াশিংটন প্রস্তুত।
এ মাসের শুরু দিকে জেং শুহান বলেছিলেন, মার্কিন সেনাবাহিনী চীনে করোনাভাইরাস এনেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রকে আহবান জানিয়ে বলেন, বেইজিংয়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ যেন ওয়াশিংটন আর না করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jaber ২১ মার্চ, ২০২০, ১১:৫৩ এএম says : 0
এটার জন্য আমেরিকানদের দায় পাগল ট্রামপ দায়ি তারা চড়িয়েছে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন