মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোয়ারেন্টাইন লঙ্ঘন করায় মৌলভীবাজারে বিয়ের পিড়িতে বসা প্রবাসী বরকে জরিমানা

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ৩:৫৩ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিয়ের পিড়িতে বসা বরকে ৫০ হাজার টাকা ও বিয়ের আয়োজন করায় অপর একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার ১৯ মার্চ দুপুরে কুলাউড়ায় করোনা প্রতিরোধে সচেতনামূলক অভিযানের অংশ হিসেবে তাদের এই অর্থদন্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।
তিনি জানান, কুলাউড়ার ব্রাক্ষণবাজার ও ভাটেরা এলাকার দুইজন দুবাই ও ওমান থেকে দেশে ফিরেছেন। সরকারি আদেশ অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু এদের একজন আজ বিয়ের পিড়িতে বসেছেন এ জন্য তাকে ৫০ হাজার টাকা আর অপরজন আগামীকাল বিয়ের আয়োজন করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। তাই জনগনকে সচেতন করতে তাদের জরিমানা করা হয়েছে।
এদিকে সরকার ঘোষিত কোয়ারান্টাইন লঙ্ঘনের অপরাধে গতকাল মৌলভীবাজার শহরে ৩ জনকে অর্থদন্ড আরোপ করেছে প্রশাসন। জেলায় এপর্যন্ত ২১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের সিংহভাগই বিদেশফেরত। এছাড়া কয়েকজন এদের নিকট আত্মীয়ও রয়েছেন যারা উনাদের সংস্পর্শে ছিলেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ তওহিদ আহমদ বলেন, আমরা মানুষকে সচেতন করতে কাজ করছি। আমরা সংবাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলতে চাই, কাজ ছাড়া বাইরে বের হবেন না, ভীড় এড়িয়ে চলুন। করোনা প্রতিরোধ সরকারী নির্দেশনা মেনে চলুন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন