বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রায় দশ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ৪:৫৩ পিএম

প্রায় দশ হাজার কোটি টাকা কমিয়ে ২০১৯-২০ অর্থবছরের জন্য অনুমোদন দেয়া হলো সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অর্থনৈতিক পরিষদের সভায় এই অনুমোদন দেয়া হয়। এর ফলে নতুন এডিপির আকার দাঁড়ালো প্রায় ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা। আর স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এবং সংস্থার ব্যয় মিলিয়ে এই খরচ দাঁড়াবে ২ লাখ ১ হাজার কোটিতে। এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা যোগান দেয়া হবে দেশীয় উৎস থেকে। বাকিটা আসবে বিদেশি সহায়তা এবং ঋণ হিসেবে।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মাঠপর্যায়ে বাস্তবায়নের অবস্থা বিবেচনায় নিয়েই লক্ষ্য ছোট করা হলো। এ সময় করোনার প্রভাবে বাস্তবায়ন আরো বেশি চ্যালেঞ্জের হতে পারে বলেও মত দেন তিনি। এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে সতর্কতা এবং কাজকর্ম একসাথে চালাতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন