মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝিনাইদহে হোম কোয়ারেন্টাইনে ১১৬, মোট ৩৯০ জন

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ৫:০৬ পিএম

ঝিনাইদহের ৬ উপজেলায় বৃহস্পতিবার বিকাল (১৯ মার্চ) পর্যন্ত প্রবাসিসহ আরো ১১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা দাড়িয়েছে ৩৯০ জনে। ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ভারত থেকে প্রবাসিরা আসার পর তাদের সঙ্গে তার পরিবারের সদস্যদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। ঝিনাইদহের সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার বিকালে জানান, গত ১০ মার্চ থেকে ১৯ মার্চ এই ৯ দিনে ঝিনাইদহ সদর উপজেলায় ৬জন, কোটচাঁদপুরে ৫১ জন, কালীগঞ্জে ১২জন, শৈলকুপায় ৮জন, হরিণাকুন্ডুতে ৫ ও মহেশপুর উপজেলায় ৩০৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারী করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, হোম কোয়ারেন্টাইনে থাকার আইন তেমন ভাবে মানা হচ্ছে না। অনেক গ্রামে প্রবাসিরা এসে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, স্বাস্থ্য বিভাগের একার পক্ষে এটা মানানো সম্ভব নয়। তবে ঝিনাইদহে এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি। এদিকে ঝিনাইদহে করোনা প্রতিরোধে করনীয় বিষয়ক জরুরি লিফলেট ও হ্যান্ডবিল বিলি করা হচ্ছে। বৃহস্পতিবার ঝিনাইদহের প্রলিশ সুপার মোঃ হাসানুজ্জামান শহরের বিভিন্ন পয়েন্টে নাগরিকবদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন