বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সাহিত্য

মুক্তিযুদ্ধে এক বালকের গল্প

কা মা ল আ হ মে দ | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

১৯৭১ সাল।
সীমান্তবর্তী চুনারুঘাট থানা। তিন নম্বর সেক্টর এলাকা। গোছাপাড়া গ্রাম।
রাজার বাজার প্রাইমারি স্কুলে পাকিস্তানী মিলিটারির ক্যাম্প বসেছে। এলাকায়, হাটে বাজারে জনচলাচল সীমিত। শোনা যাচ্ছে এরা নাকি ইউসুফ খানের দল। আতঙ্কে মানুষ আখের ক্ষেতে লুকিয়ে থাকলো কয়দিন। কিছুদিন কেটে গেলো- রাজাকারদের লাফঝাপ, এবাড়ির মুরগ, ওবাড়ির খাসি টানাটানি করে। মাঝেমধ্যে বাল­া সীমান্ত অভিমূখী লোকালবোর্ডের রাস্তায় খানসেনাদের আনাগোনা দেখা যায়।
মন্টু তখন এগারো বছরের বালক। গন্ডগোলে স্কুল তখন বন্ধ । পড়াশোনা করতে হয়না। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের ১৩ তারিখ। অন্যান্য দিনের মতোই সেই রাতেও খাওয়ার পর ঘুমাতে যায় মন্টু। তারা তিনজন পুবের ঘরে থাকতো। মন্টু, বড়দা টেনু ও পিসতুতো ভাই মনোরঞ্জন। মনোরঞ্জন ৪র্থ শ্রেণিতে পড়তো। সে এখানেই থাকতো। তার বাড়ি বাহুবলের জাইরা গ্রামে। সবাই ঘুমের ঘোরে। হঠাৎ কিছু মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু ভাষা স্পষ্ট নয়। দাদাকে জাগালো মন্টু, মনোরঞ্জনও জাগলো। দাদা চুপ থাকতে বললো। বাবা অক্ষয়চন্দ্র শুক্লবদ্য। বাবার কান্না শুনেই সবাই বুঝে গেলো- পাঞ্জাবীরা আক্রমণ চালিয়েছে। তখন সময় আনুমানিক রাত ৪ টা হবে। প্রতিরাতের মতো বাবা উঠে গরুকে ঘাস-খড় দিচ্ছিলেন, গোয়ালঘর থেকে ফেরার পথে পাঞ্জাবীরা তাকে আটক করে। কিছুক্ষণেই তার মেজো কাকা যতীন্দ্রকে মারপিটের ও কান্নার আওয়াজ শোনা গেলো।
এদিকে মন্টুরা তিনজন ভয়ে কাঁপছিল। মন্টু দাদাকে বললো, চলো আমরা বেড়া ভেঙে পালিয়ে যাই। দাদা রাজি হলো না। বললো, বাবাকে ওদের হাতে রেখে পালাতে পারবো না। অগত্যা তিনজনই বাইরে বেরিয়ে এলো। ওরা দুজন সামনে , মন্টু পেছনে। পেছন থেকে সে সরে একটু অন্ধকার পথের দিকে পা বাড়ায়। কয়েক পা যেতেই ‘টেরো’ শব্দ শুনে থমকে দাঁড়ায় এবং ফিরে আসে। ওর মেজো কাকার বারান্দায় বাবা, কাকা, দাদাকে বসিয়ে রাখলো। মনোরঞ্জন ও মন্টু তাদের পেছনে বসে পড়লো। তাদের কাছাকাছি তরিক চৌকিদারকে পাঞ্জাবীদের সাথে দেখা যাচ্ছে। আমুরোড রেল গোদামের পেছনে থাকে সে।
হঠাৎ দেখা গেল রাখাল কাকার দরজা ভেঙে উনাকে টেনে হেঁচড়ে ধরে এনে বসিয়ে রাখলো। একজনকে পাহারায় রেখে বাকিরা সকল ঘর তন্নতন্ন করছে। একটু সুযোগ বুঝে মন্টু ও মনোরঞ্জন পালবাড়ির দিকে ছুটে। পাল বাড়ির দিকে যেতেই দেখে সেখানেও পাঞ্জাবীরা। ভয়ে পা চলছিলো না। কাঁপতে কাঁপতে পশ্চিমদিকের ধানের বাইন ক্ষেতের দিকে পালিয়ে যায় দুজন। কয়েক বিঘা দূরে ধানগাছের আঁড়ালে লুকিয়ে পড়ে তারা। মাঝে মাঝে টর্চের আলোতে হানাদারদের নৃশংসতা দেখা যাচ্ছিলো। হঠাৎ দেখাগেলো, পাল বাড়ির রাখাল ছাবু মিয়া পুরো উলঙ্গ অবস্থায় ওদের দিকে দৌড়ে আসছে। তাকে আস্তে করে ডেকে থামিয়ে দিলো মন্টু। তার গায়ে জড়ানো গামছা পরতে দিলো ছাবুকে। তাকে নাকি তারই লুঙ্গি দিয়ে বেঁধে রেখেছিলো। কোন রকম সে পালিয়ে আসে। তখন অন্ধকার কমতে শুরু করেছে। হঠাৎ দেখে তার কাকা গোপাল প্রাণপনে ছুটে আসছেন। তাকে থামিয়ে জানা গেল, বাড়ির নারী, শিশু সহ সবাইকে পাল বাড়িতে নিয়ে গেছে।
হঠাৎ আগুনের লেলিহান শিখায় সমস্ত গ্রাম তপ্ত হয়ে ওঠে। ধোপাবাড়ি, পালবাড়ি নি:শ্চিহ্ন হতে যাচ্ছে। এরই মধ্যে প্রচন্ড গুলির আওয়াজ। একসাথে ডজন প্রায় তাজাপ্রাণ মাটিতে লুটিয়ে পড়লো, আগুনের লেলিহান শিখায় স্পষ্ট দেখা যাচ্ছে। ধোপাবাড়ি, পালবাড়িতে যেন শতচিতা একসাথে জ্বলে ওঠে। ভোরের হালকা আলোয় মনে হচ্ছিলো শ্মশানে পরিণত হলো দুটো বাড়ি। স্পষ্ট দেখা যাচ্ছিলো, নারী, শিশুদের নিয়ে হানাদার বাহিনী পুবের রাস্তার দিকে চলে গেলো।

তখন সূর্যের আলোয় আলোকিত চারদিক। এদিক, ওদিক থেকে বালকেরা ছুটে এসেছে। মন্টুও গুটিপায়ে পালবাড়িতে গেলো। স্পষ্ট দেখতে পেল, এখানে বাবা, ওখানে মেজো কাকা, বড়দা মাটিতে লুটিয়ে পড়ে আছে নিথর দেহে। পাল বাড়ির আরো চারজন ভূমিতে লুটিয়ে আছেন। হাউমাউ করে কেঁদে উঠে সে। হঠাৎ কান্না শুনে ওর বড়দা নড়েচড়ে বলেওঠে,গ্ধমন্টু, তুই বেঁচে আছিস, একটু জল দে না ( অস্ফুট আওয়াজে )।” ঠিক তখনই এক বালক বলে ওঠে,গ্ধপাঞ্জাবী আসছে।” প্রাণভয়ে সে পালিয়ে যায়। অনেকটা পর দু›হাতে পুকুরের জল নিয়ে ফিরে আসে। তখন ওর বড়দা আর নেই। আঙ্গুলের ফাঁকে জল কখন পড়ে গেল, বলতে পারেনা। কিছুক্ষণ মাটিতে বসে থাকে। মন্টু তখন এক গন্তব্যহীন পথহারা বালক। আপন বলতে আর কেউ তার চোখের সামনে নেই। সে এখন কী করবে, কোথায় যাবে? তার গন্তব্য জানা নেই।
মন্টু বাবুর সব হারানোর গল্প শোনে হঠাৎ বুঝতে পারলাম, আমিও কাঁদছি। মন্টুচন্দ্র অনেকক্ষণ চুপচাপ মাটির দিকে তাকিয়ে আছেন। তিনি এখন বালক নেই, বয়স ষাটের কাছাকাছি। তার কাছেই সব শোনে বাকরূদ্ধ তাকিয়ে রই।
তিনি আবারো বলতে লাগলেনঃ
পরে শুনলাম নারী শিশুরা নাকি পাশের মহাজন বাড়িতে জিম্মায় আছেন। মহাজন বাড়ির দিকে যাচ্ছিলাম। একটু এগিয়েই দেখলাম পাশের এক চারা জমিতে পরিচিত দু’জন মুসলমান আব্দুর রশিদ ও রওশন আলীর লাশ পড়ে আছে। এ নিয়ে নয়জনের লাশ দেখলাম।
গন্তব্যহীন এদিকে ওদিকে ঘুরে বেলা একটু গড়ালো। মনোরঞ্জন, গোপাল কাকাও কোথায় গেল জানিনা। বিকেলে চলে আসি পশ্চিমদিকে নুর মিয়ার বাড়িতে। এখানেই খেয়ে রাত কাটাই। পরদিন সকালে কাউকে না বলেই ভারতের উদ্দেশ্যে একাই রওনা দিই। রাস্তায় পরিচিত একজনকে পেয়ে হেঁটে বেলছড়ায় এক আত্মীয় বাড়িতে চলে যাই।
বিকেলে আবার দেশে ফিরে আসি একাই। এলোমেলো ঘুরে ঘুরে জানতে পারলাম, মা কাকীরা মহাজন বাড়িতে জিম্মায় আছেন। রাত পর্যন্ত মা, কাকীদের সাথেই থাকি। রাত ১০ টার দিকে হানাদারদল মহাজন বাড়িতে আসে। হানাদাররা যাবার সময় মা ও দুই কাকী মাকে নিয়ে গেলো। আমরা কান্নাকাটি করছিলাম। সে কান্না নরপশুদের স্পর্শ করেনি। তারা যাবার সময় ফিরে ফিরে তাকাচ্ছিলেন সবারদিকে; ভয়ে সকলেই বাকরুদ্ধ, চোখ ছলছল। পরদিন আমি আবারোও বেলছড়াতে চলে যাই। সেখান থেকে পদ্মবিল এলাকার আর এক আত্মীয় বাড়িতে কিছুদিন কাটাই। একমাস পর গৌড়াঙ্গটিলার শরণার্থী শিবিরে সবাই চলে যাই। সেখানে বেঁচে থাকা অনেককেই পেয়ে যাই। শরণার্থী জীবনের কথা আর নাইবা বলি।
দেশ স্বাধীন হলো, সবাই ফিরে আসে, ফিরে এলেন নরপশুদের হাতেবন্দি মা কাকীরাও; ফিরেননি কেবল, যাদের রক্তে সেদিন পালবাড়ির মাটি লাল হয়েছিল। শ্মশানপুরী- ধোপা বাড়ি, পালবাড়ি আবারো কোনোভাবে দাঁড়ায়। স্বাধীনতার বহুবছর পর নরপশুদের নির্যাতনের শিকার তিন নারীর দু›জন বীরাঙ্গনা রাষ্ট্রীয় খেতাব পেলেন, আমার মা সব হারিয়েও বীরাঙ্গনার সন্মান ছাড়াই একদিন পরপারে গেলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
কামাল আহমেদ ২৯ মার্চ, ২০২০, ২:৩৬ এএম says : 0
অনেক কৃতজ্ঞতা রইল।
Total Reply(0)
কামাল আহমেদ ২৯ মার্চ, ২০২০, ২:৩৮ এএম says : 0
কৃতজ্ঞতা রইল।
Total Reply(0)
নিলয় ১০ আগস্ট, ২০২০, ৮:২৬ পিএম says : 0
মুক্তিযুদ্ধের কিছু বিশেষ বিশেষ গল্প পড়ার প্রয়োজন ছিলো। কেউ সাহায্য করতে পারলে খুবই উপকার হতো! ধন্যবাদ
Total Reply(0)
নিলয় ১০ আগস্ট, ২০২০, ৯:১২ পিএম says : 0
মুক্তিযুদ্ধের কিছু বিশেষ বিশেষ গল্প পড়ার প্রয়োজন ছিলো। কেউ সাহায্য করতে পারলে খুবই উপকার হতো! ধন্যবাদ
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন