বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নাটোরের দর্শনীয় স্থান বন্ধ

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০২ এএম

করোনা সর্তকতায় নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবনসহ জেলার সকল দর্শনীয় স্থান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই নির্দেশনা জারি করা হয়। 

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, সারাদেশের ন্যায় নাটোরেও করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে বিদেশ থেকে আসা ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। সেই ধারাবাহিকতায় সতর্কতার অংশ হিসেবে উত্তরা গণভবন এবং রানী ভাবানীর রাজবাড়িসহ সকল দর্শনীয় স্থান ৩১ মার্চ পর্যন্ত সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন