মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

করোনাভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০১ এএম

সারাদেশের ন্যায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় নোভেল করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে আতঙ্ক না হয়ে সচেতন হওয়ার জন্য উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল সকলকে সচেতন হওয়ার আহবান জানান। তিনি বলেন, আমরা যদি সচেতন হই তাহলে এ ভাইরাস হতে রক্ষা পাওয়া যাবে। তাই এ ব্যাপারে সচেতন ও পরিস্কার পরিচ্ছন্নতা থাকার ব্যাপারে গতকাল বৃহস্পতিবর সকাল ১০টায় কাপ্তাই ইউনিয়ন এলাকার জেটিঘাট ও নতুনবাজার এলাকায় জনসচেতনমূলক লিফলেট বিতরণ করে।
এ সময় তিনি আরও বলেন, কাপ্তাই উপজেলায় প্রায় ৩৫ জন বিদেশ হতে আগমন করেছে তাদেরও নিভির পর্যবেক্ষণে নিজ বাড়িতে ১৪ দিন থাকার পরামর্শ দেন। কেউ যদি সরকারের এ আদেশ না মানে তাহলে জরিমানাসহ বিভিন্ন শাস্তি ভোগ কারার কথাও বলেন। লিফলেট বিতরণ কালে ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, নতুন বাজার, জেটিঘাাট বাজার কমিটি, ইউপি সদস্য, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, জাতীয় উদ্যান কমিটির (সিএমসি) সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন