মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রবাস ফেরতদের তথ্য সংগ্রহ করা হবে

সিসিক মেয়র

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ১২:০০ এএম

প্রবাসী অধ্যুষিত সিলেটে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছেই। প্রবাস ফেরতদের হোম কোয়ারেন্টিন না মেনে সাধারণের সাথে মিশে যাওয়ায় এই আশঙ্কা আরো বাড়ছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত এক মাসে প্রায় ১৮ হাজার প্রবাসী এসেছেন সিলেটে। এর একটি অংশ সিলেট নগরীতে অবস্থান করছেন। পাশাপাশি পর্যটন নগরী সিলেটে পর্যটকদের আসা যাওয়ার ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মুখে পড়েছে এ অঞ্চল।
গতকাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশক্রমে নগর ভবনে ‘করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা কমিটির’ সভায় সিসিক মেয়র বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিলেট সিটি কর্পোরেশনসহ সকলের সহযোগিতায় নগরজুড়ে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় প্রবাস ফেরত নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। নগরবাসীকে জনসমাগম এড়িয়ে চলা এবং প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহবানও জানান বৈঠক থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন