শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জনশূন্য ভেনিসে কমছে দূষণ, ফিরে এল ডলফিন-রাজহাঁস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২০, ৪:৫৪ পিএম

বেড়ে চলেছে করোনায় মৃত্যুমিছিল। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৫ এ। ভেঙে পড়েছে বিশ্বব্যাপী অর্থনৈতিক কাঠামো। তৈরি হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতি। বন্ধ কলকারখানা। অবরুদ্ধ জনজীবন। জীবন বাঁচাতে সকলেই এখন কার্যত গৃহবন্দি। বেশিরভাগ মানুষই তাদের যাবতীয় কাজ সারছেন বাড়ি থেকেই।

তবে এই কয়েকদিন যাবতীয় কোলাহল, দূষণ থেকে দূরে থাকায় ক্ষতস্থানে একটু যেন প্রলেপ পড়ল পৃথিবীর। বাতাসে দূষণের মাত্রা এখন খানিক কম। মানুষ তাদের গৃহবন্দি করায় আবার শোনা যাচ্ছে পাখির ডাক। বিখ্যাত ভেনিসের জন্য এতদিন পর্যটকের ঢল নামত ইতালিতে। সেই ইতালিই এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

করোনায় মৃতের সংখ্যায় চিনকেও ছাপিয়ে গিয়েছে ইতালি। তবে এত কান্নার মধ্যেও একটুকরো সুখের ছবি, বহু বছর পর ডলফিনরা আবার ফিরেছে ভেনিসে। ঘুরে বেড়াচ্ছে রাজহাঁসের দল। দেখা মিলেছে মাছেদেরও। স্থানীয়দের মতে কয়েকদিন ধরে গৃহবন্দি দশা চলার ফলে ভেনিস আগের চেয়ে অনেকটাই দূষণমুক্ত। বাতাসে কমেছে নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণ। যার ফলে আবার ছন্দে ফিরছে প্রকৃতি। সূত্র: দ্য গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন